কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার রাত ১১ টার পর কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে আবরারের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় আবরারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন ভিপি সাদিক। জিয়ারতে অংশ নেন আবরারের বাবা বরকত উল্লাহসহ স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতাকর্মীরাও। জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সাদিক কায়েম বলেন, “আবরার ফাহাদ শুধু একজন ছাত্র ছিলেন না, তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। আধিপত্য ও অন্যায়ের বিরুদ্ধে তার...