মাঝেরপাড়ার বাসিন্দা আনোয়ারা বেগম জানান, সকাল থেকে পানির মধ্যে আটকা পড়ে আছেন তারা। রান্না করার সুযোগ না থাকায় পরিবারের কেউ খাবারও খেতে পারেননি। ইউপি সদস্য আল নোমান জানান, অন্তত দেড়শ ঘরবাড়ি পানিবন্দি হয়ে আছে। স্লুইস গেট মেরামতের দাবি দীর্ঘদিন ধরে জানালেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “স্লুইস গেট খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টি থামলেই পানি নামবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষদের খোঁজখবর নেওয়া হচ্ছে।”...