সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদের উত্তর-পশ্চিম কোণ থেকে বাসস্ট্যান্ড পর্যন্ত ময়লা-আবর্জনায় ভরা। যার কারণে সামান্য বৃষ্টিতে বাজারের অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে যায়। ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিপূর্ণ থাকায় পানি সরতে পারছে না। খাল উদ্ধার ও পরিষ্কার রাখতে সাবেক পৌর মেয়র ও বর্তমান পৌর প্রশাসকের কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।ওই খাল দখল করে মার্কেট ও হোটেল নির্মাণ হয়েছে। পানি প্রবাহের কোনো পথ নেই। যার কারণে পাশেই অবস্থিত আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের পড়তে হয় চরম ভোগান্তিতে। একটু বৃষ্টি হলেই মাদ্রাসা মাঠ পানিতে ডুবে যায়। খাল দখল ও ভরাটের কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে।স্থানীয়রা জানান, খালটির দেড় কিলোমিটার অংশ পৌরসভা, জেলা পরিষদ, সওজ ও পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলাভুক্ত। এই জটিল সমীকরণে কোনো পক্ষ এগিয়ে আসছে না। খালটি দখল, দূষণে অস্তিত্ব সংকটে পড়েছে। এ খালই...