মা ইলিশের প্রজননের ২২ দিনের নিষেধাজ্ঞা ৪ অক্টোবর হতে শুরু হওয়ার খবরে শেষমুহূর্তের দিনে বেচাকেনার হাঁকডাকে গরম চাঁদপুরের ইলিশের হাটবাজারগুলো। শেষ দিনে দাম আকাশচুম্বী নিলেও সংকট পদ্মা-মেঘনা নদীর ইলিশের।শুক্রবার (৩ অক্টোবর) শহরের বড় স্টেশন মাছঘাটসহ আশপাশের বাজার ঘুরলে ইলিশ নিয়ে কেনাবেচায় ক্রেতা-বিক্রেতার মাঝে এমন উত্তেজনাকর পরিস্থিতি দেখা যায়। এ দিনে ২ থেকে আড়াই কেজি ওজনের পদ্মার ইলিশের দাম সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা করে নেওয়া হচ্ছে। তবু মাছঘাটে দেখা গেছে ইলিশ কিনতে আসা ক্রেতাদের ভিড়।ক্রেতারা জানান, বরফকল সব বন্ধ থাকবে। দূর-দূরান্তে আত্মীয়স্বজনদের কাছে ইলিশ ২২ দিন পাঠাতে পারব না। তাই দাম যাই হোক এখন সাধ্যমতো ইলিশ কিনে আজই পাঠাতে চাচ্ছি। তবে এখানে ইলিশের চেয়ে ক্রেতা বেশি হওয়ায় দাম লাগামহীন রাখছেন বিক্রেতারা।রফিক নামে এক ক্রেতা জানান, আমি চরভৈরবী, আনন্দবাজার, আখনের...