নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্মা খাতের শীর্ষস্থানীয় কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ পিএলসি তাদের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঘোষিত তথ্য অনুযায়ী, সমাপ্ত অর্থবছর-এ প্রতিষ্ঠানটি ৬৩ কোটি টাকারও বেশি নিট মুনাফা অর্জন করেছে। তবে এই বিপুল মুনাফার মধ্যে থেকে শেয়ারহোল্ডারদের জন্য ক্যাশ ডিভিডেন্ড হিসেবে বরাদ্দ করা হয়েছে মাত্র ২০ কোটি টাকা। গত মঙ্গলবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত কোম্পানির ৩৩৫তম পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ৬৪ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। এই ডিভিডেন্ড অনুযায়ী, শেয়ারপ্রতি ৬ টাকা ৪০ পয়সা করে মোট প্রায় ২০ কোটি টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ারহোল্ডাররা। পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, চলতি বছরে অর্জিত নিট মুনাফার একটি বড় অংশ, অর্থাৎ মাত্র ৩২.৫৮ শতাংশ ডিভিডেন্ড হিসেবে বিতরণ করা হবে। মুনাফার বাকি ৪৩ কোটি টাকা...