ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নেতারা একটি বড় পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন, যেখানে ইউক্রেনের পুনর্গঠনের জন্য জব্দ করা রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে ১৬৪ বিলিয়ন ডলার ঋণ দেওয়া হবে। একে ‘ক্ষতিপূরণ পরিকল্পনা’ বলা হচ্ছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে ইউক্রেনকে সাহায্য করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। খবর আলজাজিরার। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইইউ নেতাদের বৈঠকে এই পরিকল্পনাটি নিয়ে আলোচনা হয়েছে ও নেতারা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। কেউ আবার জোরালো সমর্থন জানিয়েছেন, আবার কেউ কেউ আইনি জটিলতার বিষয়ে সতর্ক করেছেন। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন সেপ্টেম্বরে প্রথম এই ধারণা দেন। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তা কমানোর ইঙ্গিত দেওয়ায় ইউরোপের ওপরই ইউক্রেনকে সহায়তার শূন্যস্থান পূরণের চাপ বেড়েছে। এই পরিকল্পনা অনুযায়ী, ইউরোপীয়...