বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার দিন একই আবহাওয়া বিরাজ করতে পারে এবং অনেক স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপটি ভারতের ওডিশা ও অন্ধ্র প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে। আজ রাতেই এটি উপকূলে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার থেকে সোমবার (৩–৬ অক্টোবর) পর্যন্ত চট্টগ্রাম, সিলেট, ঢাকা, বরিশাল, খুলনা ও ময়মনসিংহ বিভাগে অধিকাংশ স্থানে ভারী বর্ষণ হতে পারে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এই সময় আকাশ মেঘলা থাকবে এবং বজ্রঝড়সহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুর রহমান জানান, নিম্নচাপ ভূমিতে প্রবেশ করলে বৃষ্টির মাত্রা সাধারণত বেড়ে যায়। সমুদ্র থেকে...