ভাষাসংগ্রামী, কবি, প্রাবন্ধিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ আহমদ রফিকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, আহমদ রফিক কেবল ভাষা আন্দোলনেরই একজন সাহসী যোদ্ধা নন, তিনি ছিলেন বাংলা সাহিত্য, সংস্কৃতি ও রবীন্দ্রচর্চার এক উজ্জ্বল নক্ষত্র। শতাধিক গ্রন্থ রচনা ও সম্পাদনার মধ্য দিয়ে তিনি এ দেশের ইতিহাস ও সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, কলকাতার টেগর রিসার্চ ইনস্টিটিউট তাঁকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধিতে ভূষিত করে যে সম্মান জানিয়েছে, তা ছিল তাঁর জ্ঞানের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি বলেন, দৃষ্টিশক্তি ও শারীরিক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আহমদ রফিক শেষ দিন পর্যন্ত চিন্তা ও আলোকচর্চা চালিয়ে গেছেন। তাঁর প্রয়াণে দেশের সংস্কৃতি...