গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে হিন্দুসম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা ডুবে দুই শিশু নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাপাইর এলাকায় তুরাগ নদীতে এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী, পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারও কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার হিন্দুসম্প্রদায়ের দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের জন্য ইঞ্জিনচালিত নৌকা যোগে চাপাইর সেতুর তুরাগ নদীতে একত্রি করা হয়। বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা নৌকায় প্রতিমা নিয়ে তারা তুরাগ নদীতে ঘুরেন। কিন্তু সন্ধ্যা ৬টার দিকে ওই নদীর পাড় ঘেঁষে দুই নৌকার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় একটি নৌকা নদীর পানির নিচে ডুবে যায়। এ সময় ওই নৌকায় থাকা ১০ থেকে ১২ জন লোকের মধ্যে প্রায় সবাই সাঁতার কেটে নদীর পাড়ে ও অন্য নৌকায় ওঠেন। কিন্তু এদের মধ্যে অঙ্কিতা...