ফুটবল বিশ্বের মহাতারকা লিওনেল মেসি ফের আসছেন ভারতে। দীর্ঘ ১৪ বছর পর আবারও ভারত সফরের ঘোষণা দিলেন তিনি নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মেসি জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরেই তিনি আসবেন ভারত সফরে। সেখানে কনসার্ট, দাতব্য উদ্যোগ, ফুটবল ক্লিনিক ও অন্যান্য আয়োজনের পাশাপাশি থাকছে ভক্তদের জন্য চমকপ্রদ এক আয়োজন ক্রিকেট মাঠে নামতে পারেন আর্জেন্টাইন এই জাদুকর। ভারতের গণমাধ্যমের খবর অনুযায়ী, মেসি ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের সফরে কলকাতা, মুম্বাই ও দিল্লি সফর করবেন। মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিশেষ ম্যাচে অংশ নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর। সেখানে প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট তারকারা। ধারণা করা হচ্ছে, ম্যাচটি হবে ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে ফুটবলের রাজপুত্রকে দেখা যেতে পারে ক্রিকেট...