ঢাকার সকালটা আজ শুরু হয়েছে বৃষ্টিতে। আজ ঢাকার বাতাস ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। আজ শুক্রবার (৩ অক্টোবর) বিশ্বে বায়ুদূষণের তালিকায় ২৫তম অবস্থানে রয়েছে শহরটি। সকাল ৮টা ৪৫ মিনিটে একিউআই স্কোর ৬৬। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ধারণ সংস্থা আইকিউএয়ার এ তথ্য জানিয়েছে। একিউআই সূচক অনুযায়ী, আজ ৩৫০ স্কোর নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে মিসরের কায়রো। ১৫৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর কিনশাসা। ১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে আফগানিস্তানের কাবুল। ১১০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উজবেকিস্তানের তাসখন্দ। একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এসময়...