নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের অভিযোগ করেছেন, বাংলাদেশে পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ জাল নোট প্রবেশ করানো হচ্ছে। তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন, পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থার সহযোগিতায় দেশের বিভিন্ন রুটে প্রায় ২ লাখ কোটি টাকার সমমূল্য জাল নোট ঢুকানো হচ্ছে। সায়েরের দাবি অনুযায়ী, এই নোটগুলো খালি চোখে চেনা কঠিন এবং বাংলাদেশের ব্যাংকগুলোর অটোমেটেড যাচাই মেশিনেও তা শনাক্ত করা যাচ্ছে না। নোটগুলোতে ব্যবহৃত কাগজ, নিরাপত্তা সুতার প্রলেপ এবং হলোগ্রাম মূল মুদ্রার সঙ্গে অত্যন্ত সাদৃশ্যপূর্ণ। তিনি আরও বলেছেন, এসব নোট ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা-নিয়ন্ত্রিত মুদ্রা ছাপাখানায় ছাপানো হয়েছে। এরপর বিশেষভাবে পরিকল্পিত ও গোপন পদ্ধতিতে সীমান্ত পার করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে। সায়ের পোস্টে কয়েকটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে। একটি স্ক্রিনশটে হিন্দি ভাষায় লেখা ছিল, “ভাই, আপনি কি মাল নিতে যাচ্ছেন? যদি...