ইলিশের দাম বেড়েছে কেজিতে ৩০০ টাকার বেশি: ইলিশ ধরা আগামীকাল ৪ অক্টোবর থেকে সরকারিভাব বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত ইলিশের স্বাভাবিক সরবরাহ থাকলেও বাজারে বেড়েছে ছোট-বড় সব ধরনের ইলিশের দাম। বড় ইলিশের দাম কেজিতে ৩০০ টাকা বেড়ে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকা এবং ৭০০ বা ৮০০ গ্রামের ইলিশ ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আকারে ছোট ৫০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।এ ছাড়া বাজারগুলোতে অন্যান্য মাছের মধ্যে চাষের রুইয়ের দাম বেড়ে আকারভেদে প্রতি কেজি ৪০০ থেকে ৫৫০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪২০ টাকা, চাষের শিং প্রতি কেজি ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি শিং ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২৩৫ টাকা, চিংড়ি প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার ৪০০...