ইসরায়েলের অবরোধ ভেঙে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাত্রা করা আন্তর্জাতিক নৌবহর ‘সুমুদ ফ্লোটিলা’র অন্তত ৪০টি নৌযান আটক করেছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নৌবহরে থাকা যাত্রীদের সবাইকে হেফাজতে নেওয়া হয়েছে এবং একে একে তারা আশদোদ বন্দরে পৌঁছাবে। সেখান থেকে তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে এ ফ্লোটিলার একটি জাহাজ ‘মিকেনো’ ইসরায়েলের বাধা এড়িয়ে গাজার দিকে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে সেটি গাজা উপকূলের কাছে ফিলিস্তিনি ভূখ-ের জলসীমায় ছিল। এ বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। ছিলেন বাংলাদেশের আলোকচিত্রী ও সমাজকর্মী শহিদুল আলম। ফ্লোটিলাটি যাত্রা শুরুর পর নানা সময়ে সেখান থেকে বার্তা দিয়েছেন তিনি। ফ্লোটিলা থেকে দেওয়া...