ইন্দোনেশিয়ার পূর্ব জাভার সিদোয়ারজো এলাকায় একটি ইসলামি আবাসিক স্কুল ধসে পড়েছে। এতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে এবং আরও একানব্বই শিক্ষার্থী ও কর্মীর খোঁজ পাওয়া যায়নি। সোমবার বিকেলে ‘আল খোজিনি’ নামের ওই মাদ্রাসার নামাজঘরে শিক্ষার্থীরা অবস্থান করছিল। হঠাৎ ওপরের নির্মাণাধীন তলা ভেঙে নিচে পড়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতায় তিনটি মরদেহ বের করা সম্ভব হয়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকেই আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। স্বজনেরা প্রিয়জনদের খোঁজে ব্যাকুল হয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছেন। উদ্ধারকর্মীরা জানাচ্ছেন, বিশেষ ক্যামেরা ব্যবহার করে কয়েকজন জীবিত থাকার সংকেত পাওয়া গেছে। কিন্তু ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ভারী যন্ত্রপাতি ব্যবহার করা যাচ্ছে না। ফলে হাতে হাতে ধ্বংসস্তূপ সরাতে হচ্ছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্বল স্তম্ভের ওপর নতুন তলার নির্মাণ কাজ চলছিল। সেই চাপই পুরো ভবন ধসিয়ে...