কক্সবাজার সমুদ্রসৈকতের নানা খাত থেকে বছরে কোটি কোটি টাকা আয় করে জেলা প্রশাসন পরিচালিত বিচ ম্যানেজমেন্ট কমিটি। কিন্তু সেই টাকা পর্যটকের নিরাপত্তায় ব্যয় করতে নারাজ সংশ্লিষ্টরা। ফলে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হওয়ায় সমুদ্রে গোসলে নামা পর্যটকের জীবন রক্ষাকারী লাইফ গার্ডের কার্যক্রম নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও আগামী তিন মাস বকেয়া বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে সি সেইভ লাইফ গার্ড। জেলা প্রশাসনের পর্যটন শাখার দেওয়া তথ্য বলছে, কক্সবাজার সমুদ্রসৈকতের হাজারের অধিক কিটকট, ৫ শতাধিক ফটোগ্রাফার, আট শতাধিক খাবার ও আচারের দোকান, দুই শতাধিক টিউব, ডজনখানেক লকার, ৬০টি বিচ বাইক, ৬২টি ওয়াটার বাইকসহ নানা প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়ে বছরে কোটি কোটি টাকা আয় করে বিচ ম্যানেজমেন্ট। কিন্তু ওই কমিটির কয়েকজন বিচকর্মীর বেতন দেওয়া ছাড়া পর্যটনের উন্নয়নে দৃশ্যমান কোন কাজ করে না। জানা গেছে,...