০৩ অক্টোবর ২০২৫, ০৮:১২ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:১৩ এএম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়েই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আরও চার দিন একই ধরনের আবহাওয়া এবং অনেক ক্ষেত্রে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। গভীর নিম্নচাপটি মূলত ভারতের ওডিশা ও সংলগ্ন অন্ধ্র প্রদেশের দিকে অগ্রসর হচ্ছে এবং আজ রাতে সমুদ্র থেকে উপকূলে আঘাত হানতে পারে। নিম্নচাপটি সাগরে শক্তিশালী অবস্থায় থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার ও শনিবার চট্টগ্রাম এবং সিলেটের পাশাপাশি ঢাকাতেও বৃষ্টিপাত বাড়তে পারে। আগামী ৬ অক্টোবর সোমবার পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলা হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, ঢাকা ও...