০৩ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ এএম | আপডেট: ০৩ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা, ভেঙে পড়ছে অবকাঠামো, আর পালানোর পথেও হামলার মুখে পড়ছে সাধারণ মানুষ। এরই মধ্যে গাজা সিটিতে অবস্থানরত লাখো মানুষকে সরাসরি ‘সন্ত্রাসী’ বা ‘সন্ত্রাসীদের সমর্থক’ আখ্যা দিয়ে নতুন হুমকি দিয়েছে ইসরায়েল। শুক্রবার (৩ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গত বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান ও স্থল হামলায় অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা সিটিতে থাকা সাধারণ মানুষকে শহর ছাড়তে ‘শেষ সুযোগ’ দিয়ে সতর্ক করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটজ ঘোষণা করেছেন—যারা গাজা সিটিতে রয়ে যাবে, তাদের সবাইকে “সন্ত্রাসী কিংবা সন্ত্রাসীদের সমর্থক” হিসেবে ধরা হবে। বিশ্লেষকদের মতে, এই বার্তাটি গাজা সিটিতে চালানো এক পরিকল্পিত ‘গণহত্যার’...