পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যার কোনো দায়িত্ব নেই। রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির যেমন দায়িত্ব আছে, তেমনই একজন ক্ষুদ্রতম দুর্বল মানুষেরও দায়িত্ব আছে।মহান আল্লাহ আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। বোখারি ও মুসলিম বর্ণিত একটি হাদিসে রসুল (সা.) আমাদের প্রত্যেকের এই দায়িত্ব সম্পর্কে সতর্ক করেছেন। তিনি বলেছেন, ‘তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। শাসক দায়িত্বশীল, তিনিও নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবেন। ’ অনেকে ভাবতে পারেন, এটা বোধ হয় শাসকদের হাদিস। তারা যেহেতু রাষ্ট্রের দায়িত্বশীল তাই রসুল (সা.) তাদের সতর্ক করেছেন। আসল ব্যাপার তা নয়। রসুল (সা.) হাদিসের পরের অংশে বলেছেন, ‘পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, সে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। ’ এবার নারীরা ভাবতে পারে, এখানে যেহেতু পুরুষদের উদ্দেশে রসুল (সা.) সতর্ক করেছেন, তাই...