এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি) ও নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) যৌথভাবে সিটি ব্যাংককে ৭৫ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৯০০ কোটি টাকা) দীর্ঘমেয়াদি অর্থায়ন দিচ্ছে। এর মধ্যে এআইআইবি দেবে ৫০ মিলিয়ন এবং এনডিবি দেবে ২৫ মিলিয়ন ডলার। সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকটির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্থায়ন বাংলাদেশে বেসরকারি খাতের দীর্ঘমেয়াদি প্রকল্পে ব্যবহৃত হবে। বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি, টেকসই অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি দক্ষতা, ই-মোবিলিটি ও ডিজিটাল অবকাঠামো খাতে বিনিয়োগ ত্বরান্বিত করতে এই ঋণ সহায়ক হবে। এতে দেশের অবকাঠামো অর্থায়নের ঘাটতি কমবে বলে আশা করা হচ্ছে। সিটি ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে কোনো বেসরকারি ব্যাংক বা প্রতিষ্ঠানের সঙ্গে সার্বভৌম গ্যারান্টি ছাড়াই এআইআইবির এটাই প্রথম ঋণ সুবিধা। এর ফলে বেসরকারি খাতে মূলধন বিনিয়োগ...