ইসরায়েলি বাধা উপেক্ষা করে গাজার জলসীমায় নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মারিনেট নামের একটি জাহাজ। নৌবহরের বাকি সব জাহাজ আটকের দাবি করেছে ইসরায়েলি বাহিনী। আটক করা হয়েছে সব জাহাজে থাকা ৪৫০ জনের বেশি অধিকারকর্মীকে। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়েছে ইসরায়েল। ইসরায়েলি গণহত্যা ও দুর্ভিক্ষের শিকার গাজাবাসীর জন্য সহায়তা পৌঁছাতে স্পেন থেকে যাত্রা করে ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। প্রায় ৪৫টি জাহাজে গাজার পথে যাত্রা করেন অন্তত ৫শ অধিকারকর্মী। গাজায় পৌঁছানোর আগেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রা শেষ হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার একটি বাদে বাকি জাহাজ আটক করে তারা। সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক কর্মীদের ইসরায়েলি বন্দরে নেওয়ার পর ইউরোপে পাঠানো হবে বলে জানিয়েছে ইসরায়েল। ইসরায়েলি নৌবাহিনীর বাধা উপেক্ষা করে মিকেনো নামের জাহাজ গাজার জলসীমায় প্রবেশ...