এশিয়া কাপের মিশন শেষেই মাঠে নেমেছে বাংলাদেশ দল। যেখানে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে টাইগাররা। আর সেখানে সিরিজের প্রথম ম্যাচে দারুণ ভাবে আফগানদের পরাজিত করেছে বাংলাদেশ। আর এমন ম্যাচে হারের জন্য নিজেদের বাজে ফিল্ডিংয়ের পাশাপাশি বাংলাদেশের ভালো ক্রিকেটকে কৃতিত্ব দিলেন জোনাথন ট্রট। চ্যালেঞ্জিং রান তাড়া করতে নেমে তানজিদ তামিম ও পারভেজ ইমনের ফিফটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। এরপর ব্যাটিং বিপর্যয় নেমে এলেও শেষ দিকে সোহান ও রিশাদের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচ নিজেদের করে টাইগাররা। আর এদিন একাধিক ক্যাচ মিস করে বাংলাদেশের খেলা আরও সহজ করে দেন আফগান ফিল্ডাররা। তেমনটাই উঠে এসেছে ট্রটের ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। দুই টাইগার ওপেনারকে প্রশংসায় ভাসিয়েছেন এই আফগানিস্তান কোচ। তানজিদ তামিম ও পারভেজ ইমনের প্রশংসার পাশাপাশি নিজেদের ব্যর্থতা নিয়ে তিনি বলেন,...