লাঙ্গল প্রতীক নিয়ে টানাটানির প্রসঙ্গটি সম্প্রতি আলোচনায় আসে বাংলাদেশ জাতীয় লীগ নামের একটি দল নির্বাচন কমিশনের নিবন্ধনের প্রক্রিয়ার সব শর্ত পূরণের মাধ্যমে নিবন্ধনের দ্বারপ্রান্তে থাকার ফলে। দলটি নিবন্ধন পেতে নির্বাচন কমিশনের সব ধরনের শর্ত এরই মধ্যে পূরণ করেছে। দলটির নেতাদের দাবি, ইসির নিবন্ধন পেলে তাদের আদি প্রতীক ফিরে পেতে চাইবে। কারণ নির্বাচন কমিশনের নিবন্ধনের আবেদন করেও না পাওয়ায় এতদিন লাঙ্গলের দাবি করতে পারেনি। দলটি প্রতিষ্ঠার পর একাধিক নির্বাচনে দলের নেতারা নির্বাচনে লাঙ্গল প্রতীক নিয়ে জয় পেয়েছেন, সুতরাং লাঙ্গলের আদি দাবিদার বাংলাদেশ জাতীয় লীগ।খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন কমিশন ৫৬ বছর আগে প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিতে যাচ্ছে। প্রতিষ্ঠার পর এই দলটির প্রথম প্রতীক ছিল লাঙ্গল। এখন নিবন্ধন পাওয়ার পাশাপাশি সেই প্রতীক ফিরে পেতে চায় তারা।দেশ স্বাধীন হওয়ার আগে...