চরম তারল্য সংকটের মধ্যেও সরবরাহ ঠিক রাখতে গ্যাসের বকেয়ার রেকর্ড পরিমাণ অর্থ পরিশোধ করেছে পেট্রোবাংলা। অর্থ বিভাগ থেকে ছাড় করা টাকায় সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসের এই বকেয়া পরিশোধ করা হয়েছে। কর্মকর্তারা জানান, সেপ্টেম্বর মাসের জন্য দেশের জ্বালানি খাতে তাদের সর্বোচ্চ বৈদেশিক অর্থ পরিশোধ করা হয়েছে। এর পরিমাণ হচ্ছে ৪১৯ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার। তারা বলেন, এর আগে কখনো এই পরিমাণ বকেয়া এক মাসে জমা হয়নি এবং পরিশোধও করা হয়নি। পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানান।পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ কে এম মিজানুর রহমান এ প্রসঙ্গে বলেন, আমরা প্রক্রিয়াকরণ খরচসহ ১১টি এলএনজি কার্গোর জন্য ৩৫২ মিলিয়ন ডলার, শেভরন বাংলাদেশকে ৩৭ মিলিয়ন ডলার এবং সুদসহ ঋণ পরিশোধের জন্য ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি)-কে ৩০ মিলিয়ন ডলার পরিশোধ করেছি। এটা এক মাসের...