সরকারি সম্পদ রক্ষায় নতুন পদক্ষেপের কথা জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। লাভলেনের সরকারি জমি বেহাত হতে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়ে তিনি বলেন, ‘দখলবাজদের চোখ পড়েছে সরকারি সম্পদের ওপর। এ চক্রের অপতৎপরতা বন্ধে চট্টগ্রামের সব সরকারি জমির তথ্য (বিশেষ করে মালিকানা-সংক্রান্তে আদালতে বিচারাধীন) সংবলিত তালিকা একটি সফটওয়্যারে ঢোকানো হচ্ছে। আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন করা হচ্ছে। অতিরিক্ত উকিল নিয়োগ করা হবে।’ চট্টগ্রাম নগরে একের পর এক সরকারি জমি বেহাত হওয়ার পেছনে সদ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি হওয়া চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের দুর্নীতি ও অনিয়মকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। অভিযোগ রয়েছে, ফরিদা খানম তার আমলে কয়েকশ কোটি টাকার সরকারি সম্পদ ‘ভূমি দস্যূদের’ হাতে তুলে দিয়ে গেছেন। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আদালতের নির্দেশ মেনে সবকিছু করা হয়েছে। অনিয়মের...