ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর আগ্রাসন চরম আকার ধারণ করলেও, থেমে নেই প্রতিরোধ। উল্টো, ইরান, চীন, ইয়েমেন এবং পাকিস্তানের মতো দেশগুলোর সমন্বয়ে ইসরায়েল-বিরোধী একটি নয়া জোটের সামরিক ও কূটনৈতিক উত্থানে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণ এক অভাবনীয় মোড় নিয়েছে। সামরিক ফ্রন্টে গাজার খান ইউনিস থেকে উত্তর পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার বাহিনীর উপর একের পর এক আঘাত হানছে। গাজার বুকে প্রতিরোধের আগুনখান ইউনিসে তীব্র মর্টারের গর্জন আর গাজায় আগুন—এই দুইয়ে মিলে যুদ্ধের তীব্রতা বাড়িয়েছে। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড হামাসের আল কাসাম ব্রিগেডের সঙ্গে যৌথ অভিযানে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সৈন্য ও সাজোঁয়া যানের উপর ভারী মর্টার হামলা চালিয়েছে। অন্যদিকে, মুজাহিদীন আন্দোলনের সশস্ত্র শাখা গাজার তাল আল হাওয়া এলাকায় 'বারসে পার্ক'-এ অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে 60mm...