খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় কিশোরী ধর্ষণের অভিযোগে অবরোধের মধ্যে সংঘটিত সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যাসহ তিনটি মামলা করেছে। গত বুধবার সন্ধ্যায় খাগড়াছড়ি সদর থানার এসআই শাহরিয়ার এবং গুইমারা থানার এসআই সোহেল রানা বাদী হয়ে এসব মামলা করেন। খাগড়াছড়ি সদর থানায় একটি এবং গুইমারা থানায় দুটি মামলা করা হয়েছে। মামলাগুলোতে হত্যা, ভাঙচুর, পুলিশের ওপর হামলা এবং ১৪৪ ধারা ভঙ্গ করে দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। খাগড়াছড়ি সদর থানায় ১৪৪ ধারা ভঙ্গ, ভাঙচুর, দাঙ্গা সৃষ্টি এবং পুলিশের ওপর হামলার অভিযোগে ৬০০-৭০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা করা হয়েছে। অন্যদিকে, গুইমারা থানায় হত্যা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এসব...