সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলসহ দেশ জুড়ে বৃষ্টি হচ্ছে। উপকূলীয় এলাকাগুলোতে জোয়ারের পানির উচ্চতা বাড়লেও জলোচ্ছ্বাসের শঙ্কা নেই। কিন্তু উপকূলে শঙ্কা না থাকলেও সাগরের এই নিম্নচাপ স্থল নিম্নচাপ হয়ে ভারতের ওপর দিয়ে অতিক্রম করার সময় উজানে ভারী বৃষ্টিপাত ঘটাবে। আর সেই বৃষ্টিতে বন্যার শঙ্কা করছেন পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভারতের অন্ধ্রপ্রদেশের গোপালপুর ও প্যারাদ্বীপের মধ্য দিয়ে অতিক্রম করে স্থল নিম্নচাপে পরিণত হবে। কিন্তু স্থল নিম্নচাপে পরিণত হওয়ার কারণে উত্তর গোলার্ধের স্থল নিম্নচাপ কেন্দ্রের ডান দিকের (রংপুর, বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী এবং ভারতের দার্জিলিং, আসাম ও মেঘালয়) এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের সিনিয়র আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই চট্টগ্রাম ও...