হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে। এর প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর শেষে ফেরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার সংবাদ সম্মেলন বর্জন করেন সাংবাদিকরা। পরে এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিমানবন্দরের ঘটনার তদন্ত চলছে। দায়ী ব্যক্তিদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’ ঘটনাস্থলে উপস্থিত এক ফটোসাংবাদিক গণমাধ্যমকে বলেন, ‘ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির ব্রিফিং দিচ্ছিলেন। এ সময় এনসিপির নেতাকর্মীরা উচ্চৈঃস্বরে সেøাগান দিচ্ছিলেন। সে সময় এক সাংবাদিক তাদের শান্ত থাকতে অনুরোধ করলে এনসিপির নেতাকর্মীরা তার ওপর চড়াও হন। এ ঘটনার প্রতিবাদে...