ইতালির স্বপ্নপূরণের আশায় দালালের প্রলোভনে পড়ে লিবিয়ায় বন্দি হয়েছেন মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাজপাড়া এলাকার যুবক আসলাম কবিরাজ। দফায় দফায় দালালকে ৪৮ লাখ টাকা প্রদান করেও মুক্তি পাননি তিনি। তার পরিবার এখন দালালের বিচার এবং সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি এলাকায় অভিযুক্ত দালাল জামাল প্রামাণিকের বাড়িতে গিয়ে আসলামের মা আসমা বেগম কান্নাজড়িত কণ্ঠে সন্তানের মুক্তির দাবি জানান। তবে জামাল প্রামাণিক বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন। মামলার এজাহার এবং পরিবার সূত্রে জানা যায়, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের হুগলি গ্রামের মানব পাচারকারী দালাল জামাল প্রামাণিক ১৫ লাখ টাকার বিনিময়ে আসলাম কবিরাজকে ইতালি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। আসলামের বাবা আব্দুল হালিম পরিবারের স্বপ্নপূরণের আশায় এ টাকা জামালের হাতে তুলে দেন। এরপর গত...