মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস প্রযুক্তি ও দাতব্য কাজের পাশাপাশি এখন মনোযোগ দিচ্ছেন পৃথিবীর গভীরে লুকিয়ে থাকা বিশাল শক্তির ভাণ্ডারে। সম্প্রতি তিনি নিজের ব্লগ গেটস নোটস-এ ভূতাপীয় শক্তি নিয়ে একটি লেখা প্রকাশ করেছেন। গেটস জানান, ছোটবেলা থেকেই তিনি বিদ্যুৎকেন্দ্রের প্রতি আগ্রহী ছিলেন। ছেলে ররিকে নিয়ে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখা তাঁর শখ ছিল। সেই আগ্রহ থেকেই তিনি কয়েক বছর আগে আইসল্যান্ডের একটি ভূতাপীয় বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের বিভার কাউন্টিতে অবস্থিত কেপ স্টেশন ঘুরে দেখার পর পুরোনো সেই উচ্ছ্বাস আবার ফিরে পেয়েছেন তিনি। উটাহতে গড়ে উঠছে বিশ্বের বৃহত্তম উন্নত ভূতাপীয় বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাস্তবায়ন করছে ফার্ভো এনার্জি নামের একটি প্রতিষ্ঠান। বিল গেটসের প্রতিষ্ঠিত ‘ব্রেকথ্রু এনার্জি’ এই প্রতিষ্ঠানের অন্যতম সমর্থক। ফার্ভোর নেভাদার পাইলট প্রকল্প ২০২৩ সালে ৩.৫...