‘কোয়ালকম স্ন্যাপড্রাগন ২০২৫’ সম্মেলনে গুগল অফিসিয়ালি অ্যানড্রয়েড কম্পিউটার নিয়ে তথ্য দিয়েছে। অনুষ্ঠানে গুগলের অ্যানড্রয়েড ইকোসিস্টেমের প্রেসিডেন্ট সমীর সামাত বলেন, “বর্তমানে আমরা ক্রোম অপারেটিং সিস্টেমে অভ্যস্ত। অ্যানড্রয়েড কম্পিউটার হবে আধুনিক ও ব্যবহার সহজ। যেহেতু স্মার্টফোনের দৌলতে ব্যবহারকারীরা অ্যানড্রয়েড প্রযুক্তির সঙ্গে পরিচিত, তাই ডিভাইসটি সহজেই চালানো যাবে। আগামী বছরের মধ্যে নির্মাণ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হবে।” ক্রোম অপারেটিং সিস্টেমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করবে। অ্যানড্রয়েড ল্যাপটপে কৃত্রিম...