এই পরিস্থিতিতে প্রথম পদক্ষেপ হিসেবে তিনি পরামর্শ দেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি—যেমন এলাকার মুরুব্বি, ইউপি চেয়ারম্যান বা মেম্বারদের নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর চেষ্টা করা। তিনি বলেন, ‘এভাবে অনেক সময় দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সহজেই সমস্যার সমাধান হয়ে যায়।’ তবে যদি এই পদ্ধতি কার্যকর না হয়, তাহলে পরবর্তী পর্যায়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের সাহায্য নেওয়া যেতে পারে। তিনি বলেন, ‘থানায় অভিযোগ জানিয়ে পুলিশি হস্তক্ষেপের মাধ্যমে সমস্যাটির একটি প্রাথমিক সমাধান পাওয়া যেতে পারে।’ কিন্তু থানার মাধ্যমেও যদি সমাধান না আসে, তাহলে শেষপর্যায়ে যেতে হবে ম্যাজিস্ট্রেট কোর্টে। এ ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির ১৪৫ ধারায় মামলা করা সম্ভব। এই ধারাটি মূলত জমি বা স্থাবর সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা শান্তিপূর্ণভাবে মীমাংসার জন্য আদালতের হস্তক্ষেপ নিশ্চিত করে। ব্যারিস্টার লিমা আঞ্জুমান আরও বলেন, ‘আইন...