ভারতের তৈরি ‘আরাত্তাই’ মেসেজিং অ্যাপ এখন দেশের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন। এটি সম্প্রতি ওয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ও থ্রেডসকে পিছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে। জোহো কোম্পানি ২০২১ সালে এই অ্যাপটি তৈরি করে। আরাত্তাই একটি ‘মেড ইন ইন্ডিয়া’ মেসেজিং প্ল্যাটফর্ম। তামিল ভাষায় ‘আরাত্তাই’ শব্দের অর্থ ‘আড্ডা’ বা ‘গল্প’। এটি ওয়াটসঅ্যাপের মতোই ওয়ান-টু-ওয়ান চ্যাট, ফাইল শেয়ারিং এবং ভয়েস/ভিডিও কলের সুবিধা দেয়। অ্যাপটি স্মার্টফোন ছাড়াও ডেস্কটপ এবং অ্যান্ড্রয়েড টিভিতে ব্যবহার করা যায়। এটি ব্যবহারকারীর ডেটা ট্র্যাকিং বা নজরদারি করে না বলে দাবি করেছে ডেভেলপাররা। এটিকে ‘স্পাইওয়্যার-মুক্ত’ মেসেঞ্জার বলা হচ্ছে। কেন জনপ্রিয় হচ্ছে আরাত্তাই?ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্প্রতি আরাত্তাই অ্যাপের কথা উল্লেখ করেছেন। তিনি একে স্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে সুপারিশ করেছেন। অনেক টেক বিশেষজ্ঞ একে ‘ইন্ডিয়াজ ওয়াটসঅ্যাপ কিলার’ বলে অভিহিত করছেন। গোপনীয়তা সুরক্ষা এই অ্যাপের...