রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতে বছরের পর বছর ধরে ঝুলছে পাঁচ হাজারের বেশি মামলা। এর মধ্যে ১৮ থেকে ২০ বছরের পুরোনো মামলাও রয়েছে। দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরলেও মামলার তেমন অগ্রগতি নেই। এসব মামলার বিচারকাজ শেষ না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন বিচারপ্রার্থীরা। আইনজীবী ও আদালত সূত্রে জানা গেছে, রংপুরের তিনটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঁচ হাজারের বেশি মামলার জট লেগে আছে। এর মধ্যে দুই হাজারের বেশি মামলা ধর্ষণের। তার মধ্যে তিন শতাধিক মামলার বিচারকাজ ১৮-২০ বছর ধরে চলছে। এজন্য আইনের সঠিক প্রয়োগ, আদালতে সাক্ষী হাজিরের ব্যাপারে পুলিশের দায়িত্বহীনতা এবং মামলা পরিচালনায় ধীরগতিকে দায়ী করছেন আইন বিশেষজ্ঞরা। পীরগঞ্জের একটি গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল ২০২০ সালে। ওই বছর মামলা হলেও পাঁচ বছরেও বিচার শুরু হয়নি।...