ফিলিস্তিনের গাজাগামী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ (জিএসএফ) আটক করেছে ইসরায়েলি বাহিনী। আটককৃতদের মধ্যে আছেন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ শত শত কর্মী। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জিএসএফ-এর একটি নৌকা ছাড়া বাকি সব নৌকা আটক করা হয়েছে। আটক যাত্রীদের ইসরায়েলি বন্দরে আনা হয়েছে এবং তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নৌবহর থেকে অন্তত ৪৪৩ জনকে আটক করা হয়েছে। জাহাজ দখলের সময় অনেক কর্মীর ওপর জলকামান নিক্ষেপ করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃত সবাই নিরাপদ ও সুস্থ আছেন। ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা সমুদ্রে অভিযান চালিয়ে নৌবহর আটক করে। ইসরায়েল বলেছে, আটক প্রক্রিয়ায় বড় কোনো সংঘাত বা সমস্যা হয়নি। আটক যাত্রীদের আশোদ বন্দরে আনা হচ্ছে এবং সেখান থেকে ইউরোপে ফেরত পাঠানো হবে। বৃহস্পতিবার বিকেলে এক বিবৃতিতে ইসরায়েলের...