পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের পাকপত্তন জেলার আরিফাবাদ গ্রামে প্রেমের একটি বিয়েকে কেন্দ্র করে দুই প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘটে। এই রক্তক্ষয়ী ঘটনার সময় দুজন নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আরাইন এবং পানওয়ার সম্প্রদায়ের সদস্যদের মধ্যে চলা এই সংঘর্ষে ব্যাপক গুলি বিনিময় হয়। আরাইন গোষ্ঠীর গোলাম মুর্তজা (৫০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ধারালো অস্ত্র ও গুলিতে আরও চারজন গুরুতর আহত হন। অপর দিকে, পানওয়ার গোষ্ঠীর মুনির নামের একজনকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। একই সংঘর্ষে এই গোষ্ঠীর আর একজন গুলিতে আহত হন। সংঘর্ষের খবর পেয়ে...