বাড়ির ভিতরে সাজসজ্জা এবং পরিবেশবান্ধব আবহ তৈরির জন্য পাত্রে পাত্রে গাছ রাখা এখন সাধারণ বিষয়। এসব ইনডোর প্ল্যান্ট বাতাসকে পরিস্কার রাখার পাশাপাশি ঘরের পরিবেশও মনোরম করে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, এই গাছই হতে পারে আপনার ওয়াইফাই নেটওয়ার্কের গতি কমানোর কারণ। ব্রডব্যান্ড জিনি নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, রাউটার যদি গাছের কাছাকাছি রাখা থাকে, তবে ইন্টারনেটের স্পিড উল্লেখযোগ্যভাবে কমতে পারে। গবেষকরা বলছেন, রাউটারকে গাছ থেকে সরিয়ে রাখলে নেটের গতি প্রায় এক তৃতীয়াংশ পর্যন্ত বাড়তে পারে। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, ইনডোর প্ল্যান্টের ভেজা মাটি এবং মোটা পাতাগুলো ওয়াইফাই সিগন্যালকে শোষণ বা প্রতিফলিত করে। এতে সিগন্যাল দুর্বল হয়ে যায় এবং নেট স্পিডে প্রভাব পড়ে। ছোট ফ্ল্যাট বা ঘরে অনেক গাছ থাকলে এই প্রভাব আরও স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞরা জানান, কেবল...