মালয়েশিয়া সরকার জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতা রক্ষার লক্ষ্যে একটি সার্বভৌম এআই ক্লাউড প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, এ উদ্যোগ শুধু সরকারি পরিষেবা ও অর্থনৈতিক উন্নয়নকে শক্তিশালী করবে না, বরং দেশকে ২০৩০ সালের মধ্যে একটি এআই-চালিত জাতি হিসেবে গড়ে তুলতেও সহায়তা করবে। জাতীয় ডিজিটাল অর্থনীতি ও 4IR কাউন্সিলের বৈঠকে আনোয়ার ইব্রাহিম জোর দিয়ে বলেন, মাইডিজিটাল আইডির কার্যকর বাস্তবায়ন এবং মাইগভ মালয়েশিয়ার কার্যক্রমে সব মন্ত্রণালয় ও সংস্থার সমন্বিত ভূমিকা অপরিহার্য। তার মতে, সার্বভৌম এআই ক্লাউড কেবলমাত্র প্রযুক্তিগত উন্নয়ন নয়, বরং এটি ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষার একটি কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থা। এ বৈঠকে জাতীয় কোয়ান্টাম নীতি অনুমোদন এবং একটি জাতীয় কোয়ান্টাম টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাস্ক ফোর্স তথাকথিত Q-Day হুমকি মোকাবিলা করবে, যখন কোয়ান্টাম কম্পিউটিং প্রযুক্তি বিদ্যমান এনক্রিপশন ভেঙে...