সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে র্যালি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে র্যালিটি শুরু হয়ে শাহবাগ জুলাই চত্বরে এসে শেষ হয়। মুখপাত্র আশরেফা খাতুনের সঞ্চালনায় র্যালির সমাপনী সমাবেশে সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসান বলেন, জুলাই শাহবাগ থেকে শুরু হয়ে নেপাল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার হয়ে একদিন ফিলিস্তিনেও পৌঁছাবে। ফিলিস্তিন কোনো একটি ভূখণ্ডের নাম নয়, ফিলিস্তিন একটি অনুভূতির নাম। তিনি বলেন, আমরা প্রত্যেকে একজন নির্যাতিত ফিলিস্তিনি। যতদিন ফিলিস্তিন আযাদ না হবে, ততদিন আমরাও ফিলিস্তিনিদের মতোই লড়াইয়ে শামিল থাকবো। সমাবেশে আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান,...