কবি সুনির্মল বসু বলেছেন, ‘বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র’। জীবনের চারদিকে জ্ঞানের এত এত প্রকরণ রয়েছে, যেকোনো চক্ষুষ্মান ব্যক্তি স্বীকার করতে বাধ্য হবেন, এই পৃথিবীটাই একটা শিক্ষালয় আর এই পৃথিবীর প্রতিটি উপাদান অনুচ্চ স্বরে দিনরাত আমাদের নানা কিছু শিখিয়ে চলেছে। আজ এমন কয়েকজন শিক্ষকের কথা বলব, যারা প্রচলিত অর্থে শিক্ষক নন কিন্তু তারা হাসতে হাসতে অল্পকথায় নানা কিছু আমাদের শিখিয়েছেন। তারা আমাদের শিখিয়েছেন গল্পে গল্পে। তাদের শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তাদের এই গল্পগুলো যেকোনো বয়সী মানুষের উপযোগী। বড়রা তাদের গল্পে বিভিন্ন স্তরের শিক্ষণীয় উপাদান খুঁজে পান তো বটেই, শিশু-কিশোররাও গল্পের মজা উপভোগ করার সঙ্গে সঙ্গে মনের অজান্তেই গেঁথে নেয় নানা শিক্ষণীয় বিষয়, যেগুলো পরবর্তী জীবনেও কাজে লাগে নানাভাবে। এই অপ্রচলিত শিক্ষকদের মধ্যে সবার আগে যে নামটি আসে তিনি...