গাজার উদ্দেশে ত্রাণ নিয়ে যাওয়া আন্তর্জাতিক মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে বাংলাদেশের প্রতিনিধি শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বৃহস্পতিবার (২ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, ইসরায়েল একটি বর্বর ও মানবতাবিহীন শক্তি। তারা আধুনিক বিশ্বে প্রচলিত আন্তর্জাতিক কোনো আইন মানে না। ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে কেউ অবস্থান নিলে, তারা তাকে নির্মমভাবে দমন করে। এর সাম্প্রতিক উদাহরণ হলো- গাজায় ত্রাণ পাঠানোর জন্য গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলাতে হামলা, ত্রাণ সামগ্রী জব্দ এবং বিশ্বের ৪৪টি দেশের ৫০০ জন মানুষের এই মানবিক উদ্যোগের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেয়া। তিনি আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি আন্তর্জাতিক নৌবহর, যার মাধ্যমে সমুদ্রপথে গাজায় ত্রাণ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ৪০টিরও...