১৮৬৯ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার মলিয়াগুল শহরে দুইজন খনি শ্রমিক—জন ডিয়াসন ও রিচার্ড ওটস—একটি বিরল ও বিশাল আকারের সোনার খণ্ড আবিষ্কার করেন। এই সোনার খণ্ডটির ওজন ছিল ৭২ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ৬১ সেন্টিমিটার। তারা এটিকে ‘ওয়েলকাম স্ট্রেঞ্জার (Welcome Stranger)’ নামে অভিহিত করেন। পরবর্তীতে এই সোনার খণ্ড অস্ট্রেলিয়ার সোনার ইতিহাসে এক কিংবদন্তি হিসেবে বিবেচিত হয়। ১৮৬৯ সালের অস্ট্রেলিয়ায় সোনার খনন উন্মাদনার সময়, হাজার হাজার মানুষ ভিক্টোরিয়ায় সমৃদ্ধি লাভের আশা নিয়ে ভিড় জমান। কঠিন পরিবেশ এবং অনিশ্চিত পরিস্থিতি সত্ত্বেও ডিয়াসন ও ওটস এমন একটি বিশুদ্ধ সোনার খণ্ড খুঁজে পান, যা সেই সময়ের সবচেয়ে সাহসী স্বপ্নকেও ছাড়িয়ে যায়। ‘ওয়েলকাম স্ট্রেঞ্জার’ কেবল একটি বস্তু নয়, এটি ছিল নবজাতকের আকারের সমান, কিন্তু ওজন ছিল অসাধারণ—৭২ কেজি! এটি ডানলি শহরে নেওয়া হয় এবং চার্টার্ড ব্যাংকে ওজনা...