বক্তব্য দেবেন তারেক রহমান * শ্রমিকদের মহাজাগরণ ঘটবে : শিমুল বিশ্বাস এগারো দফা দাবিতে রাজধানীতে বড় সমাবেশ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। চলতি মাসের মাঝামাঝি সময়ে সমাবেশ করার কথা রয়েছে। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হবে। রাজধানীসহ পার্শ্ববর্তী জেলা, মহানগর, বিভাগীয় পর্যায় ও বিভিন্ন শিল্পাঞ্চলের নেতাকর্মীরা অংশ নেবেন। সমাবেশ সফল করতে দফায় দফায় বৈঠক করছে শ্রমিক দল ও ট্রেড ইউনিয়নগুলো। শ্রমিক স্বার্থসংশ্লিষ্ট দাবিগুলো নিয়ে এই সমাবেশ সংগঠনগুলোকে চাঙা করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এ বিষয়ে শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস যুগান্তরকে বলেন, ‘কয়েকদিনের মধ্যে সমাবেশের দিনক্ষণ চূড়ান্ত হবে। একটা বড় ধরনের শোডাউনের পরিকল্পনা আছে আমাদের। দেশের ইতিহাসে শ্রমিকদের একটা মহাজাগরণ ঘটতে যাচ্ছে। জাতীয়তাবাদী শ্রমিক দল ও সম্মিলিত...