যুক্তরাষ্ট্রের নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা মানব অঙ্গের ছোট, ল্যাব-উত্পাদিত নকল সংস্করণ তৈরি করার ক্ষেত্রে এক বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছেন। এই নকল অঙ্গগুলো, যেগুলোকে অর্গানয়েড বলা হয়, বাস্তব অঙ্গের কিছু কার্যকারিতা এবং গঠন অনুকরণ করতে সক্ষম। তবে পূর্বে এক বড় চ্যালেঞ্জ ছিল—রক্তনালীর অভাব। নর্থ টেক্সাস বিশ্ববিদ্যালয়ের দল ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এমন ছোট হৃদপিণ্ড অর্গানয়েড তৈরি করতে সক্ষম হয়েছেন, যার নিজস্ব রক্তনালী রয়েছে। একই প্রযুক্তি ব্যবহার করে তারা রক্তনালীযুক্ত ছোট যকৃৎও গঠন করেছেন। জুন মাসে জার্নাল সায়েন্স-এ প্রকাশিত এই গবেষণা রোগ অধ্যয়ন এবং ক্লিনিক্যাল চিকিৎসা পরীক্ষার জন্য আরও বাস্তবসম্মত অঙ্গ মডেল তৈরির পথে একটি নতুন দিক নির্দেশ করছে। বেস ইসরায়েল ডিকোনেস মেডিকেল সেন্টারের স্টেম সেল ও অর্গানয়েড গবেষণা ল্যাবের পরিচালক জিউসেপে পেটিনাটো, যারা এই গবেষণায় সরাসরি যুক্ত ছিলেন না, বলেন, “এই...