শুধু বিস্কুটেই গচ্চা যাবে ২০ কোটি টাকা * টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম হয়নি -প্রকল্প পরিচালক প্রাথমিক স্তরের শিশু শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং তাদের পুষ্টিমান বৃদ্ধির জন্য আবারও ‘স্কুল ফিডিং’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। চলতি অর্থবছরের বাজেটে এজন্য দুই হাজার ১৬৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রকল্পটি গত জুলাইয়ে চালু হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের তিন মাস পার হলেও এখনো প্রকল্পের বাস্তবায়ন শুরু হয়নি। মূল কারণ, টেন্ডার (দরপত্র) কার্যক্রম বিলম্বিত হওয়া। ২৫ আগস্ট টেন্ডার আহ্বান করা হয়। এখন পর্যন্ত দুটি দরপত্র চূড়ান্ত হলেও বাকিগুলোর মূল্যায়ন (ইভ্যালুয়েশন) প্রক্রিয়া চলছে। এদিকে এই টেন্ডার প্রক্রিয়া নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে নিয়মবহির্ভূতভাবে তাদের পছন্দের প্রতিষ্ঠানকে ক্রয়াদেশ দেওয়া হচ্ছে। এতে শুধু ‘বিস্কুট’ কেনার ক্ষেত্রেই সরকারের ২০ কোটি টাকা...