শনিবার প্রার্থী তালিকা বাছাইয়ের কাজ শেষ করবে গণতন্ত্র মঞ্চ দেশের বামপন্থি রাজনৈতিক দলগুলো এক ছাতার নিচে আনার প্রস্তুতি চলছে। বিদ্যমান বাম গণতান্ত্রিক জোট এবং গণতন্ত্র মঞ্চভুক্ত শরিকসহ অন্য বাম দলগুলো নির্বাচন ইস্যুতে একসঙ্গে ভোটে থাকবে। এর বাইরেও তারা ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়ে মাঠে নামবে। পাশাপাশি বাম গণতান্ত্রিক জোট এবং গণতন্ত্র মঞ্চ নামে যে আলাদা দুটি জোট আছে, তারা নিজেদের শরিক বাড়ানোর উদ্যোগ নিয়েছে। দুই জোটই নিজেদের মতো করে ভোটের প্রস্তুতি নিচ্ছে। একই ভাবে বিএনপির সঙ্গে আসন সমঝোতার বিষয়েও নেপথ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন সামনে রেখে বামপন্থিদের এক ছাতার নিচে আসার এই উদ্যোগের অংশ হিসাবে বাম গণতান্ত্রিক জোট ও গণতন্ত্র মঞ্চের মধ্যে সম্প্রতি কয়েক দফা আলোচনা হয়েছে। জোটের বাইরে থাকা গণফোরাম, বাংলাদেশ...