সম্পদ অর্জনে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক নতুন ইতিহাস গড়েছেন। বিশ্বের এক নম্বর ধনী মাস্কের মোট সম্পদের পরিমাণ ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। ইতিহাসে এবারই প্রথম কোনো ব্যক্তির মোট সম্পদ আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলার ছাড়াল। বৈশ্বিক প্রযুক্তি খাতের প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তিনি অনেক এগিয়ে আছেন। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানায়, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার বিকালে প্রযুক্তি খাতের ধনকুবেরের ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ কিছুক্ষণের জন্য ৫০০ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে দিনের শেষে তা কিছুটা কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে এসে দাঁড়ায়। টেসলার পাশাপাশি মাস্কের অন্য সব উদ্যোগের মধ্যে রয়েছে-কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক (এআই) স্টার্টআপ এক্সএআই ও রকেট কোম্পানি স্পেসএক্স-এর ভ্যালুয়েশনও গত কয়েক মাসে বেড়েছে। ফোর্বসের বিলিয়নিয়ার সূচক অনুসারে-ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন...