পরবর্তী জনপ্রশাসন সচিব কে হচ্ছেন? এমন প্রশ্নের উত্তর জানতে প্রশাসন পাড়ায় আগ্রহের যেন কমতি নেই। অপরদিকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদটির প্রতি নির্বাচনমুখী সব রাজনৈতিক দল তীক্ষ্ণ নজর রাখছে। এমনকি কোনো কোনো দল তাদের পছন্দের আমলাকে এ পদে বসাতে পর্দার আড়ালে চেষ্টা-তদবিরেও ব্যস্ত। এছাড়া পোস্টিং পেতে কয়েকজন আমলাও সরকারের নীতিনির্ধারক মহলের কাছে নিজের দক্ষতা-যোগ্যতা ও নিরপেক্ষতার ফিরিস্তি তুলে ধরে দৌড়ঝাঁপ করছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রসঙ্গত, সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২১ সেপ্টেম্বর পরিকল্পনা কমিশনে সদস্য হিসাবে বদলি করা হয়। এরপর থেকে প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ পদটি শূন্য রয়েছে। এ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসনের নিয়োগ, বদলি ও পদোন্নতিসহ গুরুত্বপূর্ণ সব প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী নির্বাচনে ডিসিসহ মাঠ প্রশাসনে কারা...