সরেজমিন দেখা যায়, অন্যের জমিতে একটি ঝুপড়ি ঘরে মারুফার চারপাশে ছোট ছোট পাঁচটি শিশু ঘিরে আছে। মাটিতে বসে শিশুগুলো বিভিন্ন পাত্রে ভাত খাচ্ছে সেদ্ধ লাউ দিয়ে। দেখে মনে হচ্ছে বাচ্চাগুলো দীর্ঘদিন ধরে কিছু খায়নি। সন্তান বিক্রির বিষয়ে জানতে চাইলে ক্ষোভ প্রকাশ করে মারুফা বলেন, আমাদের কেউ নাই। অভাবে পড়লেই মানুষ গালি দেয়, লাথি দেয়। শিশুদের মুখে দুধ জোটে না। বিছনাপাতি নাই, মাডিত ঘুমাই। আর বুকের ভেতরে আগুন জ্বলে, তবুও কিছু করার নাই। এখন যখন সন্তান বিক্রি করেছি, তখন মানুষ গালি দেয়। আমরার পেটে যখন খাওয়া থাকেনা তখন কেউ এসে কিছু জানতে চায় না। সন্তান বিক্রির বিষয়ে লালন মিয়া বলেন, এমন একটা অবস্থা ছিল নবজাতক ও বউ নিয়ে বিপদে পড়েছিলাম। সন্তান জন্ম দেওয়ার পর বউ খুবই অসুস্থ হয়ে যায়। অন্যদিকে নবজাতক...